রাজশাহী বনসাই সোসাইটি গঠিত হয় ২০০০ ইং সালে জানুয়ারি
মাসে। তবে এই সোসাইটির সদস্যবৃন্দ ”বনসাই” নিয়ে কাজ শুরু করেন ১৯৮৫ ইং
সালেরও আগে থেকে। ”বনসাই” নিয়ে কাজ করার পাশাপাশি রাজশাহী বনসাই সোসাইটি
বিভিন্ন প্রকার সামাজিক কাজও করে থাকে। প্রতি বছর রাজশাহী বনসাই সোসাইটি
”বনসাই” এর প্রতি ভালবাসা বৃদ্ধি উদ্দেশ্যে রাজশাহী জেলাই একটি ”বনসাই”
মেলার আয়োজন করে থাকে।
বর্তমানে পৃথিবীতে অধিক জনসংখ্যা বৃদ্ধির কারনে কৃষিজ
জমি এবং বনায়ন প্রতিনিয়ত প্রচুর পরিমানে কমে যাচ্ছে। পৃথিবীর বর্তমান
প্রেক্ষাপটে প্রাকৃতিক পরিবেশ মারাত্বক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। মানুষের
প্রয়োজন অপ্রয়োজনে কাটা হচ্ছে প্রচুর পরিমানে গাছ, সে তুলনায় গাছ লাগানো
হচ্ছেনা। পরিবেশ হারাচ্ছে তার সঠিক সৌন্দর্য। শহর অঞ্চলে অট্টালিকার মাঝে
বড় প্রকৃতির গাছ লাগানো প্রতিনিয়ত অসম্ভব হয়ে যাচ্ছে।
রাজশাহী বনসাই সোসাইটি সাধারন মানষের নিকট পরিবেশ
সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, বৃক্ষ নিধন রোধ, বৃক্ষ রোপনে উদ্বুদ্ধ করা,
প্রকৃতির প্রকৃত সুন্দর্যকে সকলের নিকট উপস্থাপন করা, বৃক্ষের প্রতি
মানুষের ভালবাসা বৃদ্ধি করা, বিরল প্রকৃতির যে সব বৃক্ষ প্রকৃতি হতে
প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে তা রক্ষা করা ও সংরক্ষণ করা এবং বনসাই শিল্পকে
সকলের সামনে তুলে ধরা, এই ”বনসাই” শিল্পের প্রতি আকৃষ্ট করাই এর উদ্দেশ্য।
তাই রাজশাহী বনসাই সোসাইটি চাই প্রতিটি বাড়ীতে গাছের সমাগম। যে সব বাড়ীতে
গাছ লাগানোর মত ফাঁকা জায়গা/মাটি আছে তারা মাটিতে বড় গাছ লাগান পাশাপাশি
বনসাই করার মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি এবং বিরল প্রকৃতির বৃক্ষ সংরক্ষণ করতে
পারেন আর যে সব বাড়ীতে গাছ লাগানোর মত ফাঁকা জায়গা/মাটি নাই তারা এই সব গাছ
বনসাই করার মাধ্যমে ছাদে, বেলকনিতে, আঙ্গিনায় অথবা ঘরের কোন স্থানে যেখানে
আলো বাতাস পাওয়া যায় এমন স্থানে লাগিয়ে গাছ সংরক্ষণ করতে পারেন।